চার পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের দাবি আওয়ামী লীগের

SHARE

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউজ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের ইসি নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্ব পাঁচ সদস্যের প্রতিনিধিদল পূর্ণ কমিশনের সাথে দেখা করে লিখিতভাবে এই দাবি পেশ করেন। পরে বৈঠকের ব্যাপারে এইচটি ইমাম সাংবাদিকদের জানান, এই চারটি বিএনপি সমর্থিত সংস্থা। নিবন্ধিত ১১৮টির মধ্যে এই চারটি সম্পর্কে আমাদের মারাত্মক তথ্য আছে। তারা একেবারে দলীয়। অবজারভারের নামে দলীয় কাজ করে।

তিনি বলেন, বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারনেই এই সব ঘটনা ঘটেছে। মূল আক্রমন হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করায় মাহির গাড়িতে হামলা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসির ব্যর্থতা বলবো না। যারা দায়ি তাদের চিহৃিত করে ব্যবস্থা নিতে বলেছি আমরা। ইসির ভুমিকা নিরপেক্ষ।