বগুড়ায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় মামলা

SHARE

বগুড়ায় যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। তবে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম বলতে রাজি হননি তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নূর মাহমুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুর দুইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ৩ বাসযাত্রী আহত হন।