বগুড়ায় যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। তবে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম বলতে রাজি হননি তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নূর মাহমুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুর দুইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ৩ বাসযাত্রী আহত হন।