বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন আরও ১৫৬ রানের। সঙ্গে আছে ২দিন এবং ৮ উইকেটে। ২ উইকেটে ১০৯ রানে তৃতীয় দিন শেষ করেছে অজিরা। ২৬৫ রানের টার্গেটে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেন ওয়ার্নার।
দলীয় ২৭ ও ২৮ রানে রেনশো এবং উসমানের বিদায়েও রানের গতি কমেনি অজিদের। যদিও এরমাঝে কয়েকবার জীবন পান ওয়ার্নার।সুযোগ কাজে লাগিয়ে ফিফটি তুলে নেওয়া ওয়ার্নার স্মিথের সঙ্গে অবিছিন্ন ৮১ রানের জুটি গড়েন। ওয়ার্নার ৭৫ এবং স্মিথ উইকেটে আছেন ২৫ রানে।
এরআগে ১ উইকেটে ৪৫ রানে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ তাইজুলকে হারায়।ইমরুলও দ্রুত ফেরেন। এরপর মুশফিক ও তামিমের পার্টনারশিপে ভালো এগুতে থাকে বাংলাদেশ।এই ইনিংসেও হাফ সেঞ্চুরির করেন তামিম। তবে তার ইনিংস থামে ৭৮ রানে।
সাকিবের ৫ রানে বিদায়ের পর মুশফিকও প্যাভিলিয়নে ফেরনে ব্যাক্তিগত ৪১এ দুর্ভগ্যজনক রান আউটে। সাব্বিরের ২২ এবং মেহেদি মিরাজের ২৬ রানে বাংলাদেশ দ্বিতীয় ইংনিসে ২২১ রানে অলআউট হয়।স্পিনার নাথান লায়ন নেন ৬ উইকেট।