তীব্র যানজটে দুর্ভোগে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা

SHARE

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র এবং ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কয়েক পয়েন্টে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্না অংশে ৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। চার লেনের গাড়িগুলো মেঘনা ও মেঘনা-গোমতী সেতু এলাকায় গিয়ে ২ লেনে পড়ে। এ কারণে গাড়ির ধীর গতি যানজটের সৃষ্টি করে।

এছাড়া ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের গাড়ির অতিরিক্ত চাপ ও গরুবাহী গাড়ির চাপ রয়েছে। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

এদিকে ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কয়েক পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। মহাসড়ক সংস্কার ও অতিরিক্ত যানবাহনের চাপের কারনে এই যানজটের সৃষ্টি হচ্ছে।