নয় দিনে প্রায় চল্লিশ হাজার হজ যাত্রী পরিবহন করতে হবে

SHARE

নিজস্ব প্রতিবেদক:

শনিবার বিমান ও সৌদি এয়ারলাইন্সের মোট আটটি ফ্লাইটে হজ যাত্রী পরিবহন করা হলেও আগের শিডিউল বাতিলের কারণে সামনের নয় দিনে প্রায় চল্লিশ হাজার হজযাত্রী পরিবহন করতে হবে এই দুই এয়ারলাইন্সকে। তা সম্ভব হবে কিনা, এমন প্রশ্নও দেখা দিয়েছে।

তবে হজ কর্তৃপক্ষ বলছে, বিমানকে বাড়তি শিডিউল করার চিঠি দেওয়া হয়েছে। গত ২৪ জুলাই হজ যাত্রী পরিবহন শুরুর পর যাত্রী সংকট দেখিয়ে গত একুশ দিনে একত্রিশটি ফ্লাইট বাতিল ও উড়ার সময় পেছানো হয়েছে।

এর ফলে তৈরি হয়েছে বিমানের শিডিউল জটিলতা এবং ভোগান্তিতে পড়েছেন নির্ধারিত শিডিউলের যাত্রীরা। সরকারের তদারকির অভাব, এজেন্সিগুলোর বাড়িভাড়ার দীর্ঘসূত্রিতা আর খরচ বাচানোর মানসিকতায় শেষ সময়ে এসে অধিক হজ যাত্রী পরবিহন করতে হচ্ছে।

বাংলাদেশের এক লাখ সাতাশ হাজার একশ আটানব্বই জনের কোটার মধ্যে যেখানে প্রায় এক লাখ পচিশ হাজার যাত্রীর হাতে ভিসা উঠেছে, জমা পড়েছে আরো কিছু পাসপোর্ট, সেখানে এতো অল্প সময়ে অধিক যাত্রী পরিবহন করা সম্ভব হবে কিনা?। শেষ সময়ে এত হজ যাত্রী জমা হওয়ায় এজেন্সীগুলোকে দায়ী করা হলেও সেই দায় কাটিয়ে সব যাত্রীকে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন হাব নেতা।