নিজস্ব প্রতিবেদক:
সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় পর্যালোচনা করে রিভিউয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে, তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবারে খাবার বিতরণ করতে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, রায়ের অনেক বক্তব্যের সাথে একমত হতে না পারলেও রায়ের প্রতি সরকার শ্রদ্ধাশীল। তবে রায়ের আপত্তিকর বিষয় নিয়ে আদালত অবমাননা বা কটুক্তি না করে কারও প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
এসময় বঙ্গবন্ধু হত্যায় পলাতক খুনীদের ধরতে কমিশন গঠন করা উচিৎ বলে মত দেন তিনি। বলেন, বঙ্গবন্ধু হত্যার পরের ২১ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা অনেক তথ্যই গোপনের চেষ্টা করেছে।
তবে আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবতার নিরীখেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা পরিচালিত হয়েছে বলে দাবি করেন আইনমন্ত্রী।