
তারা আরো জানায়, স্থানীয় এক গ্রামে সাপ্তাহিক বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে দুর্ঘটনায় পতিত হয় লরিটি। দেশটির বানগুই থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর বামবারির কাছে বুধবার লরিটি উল্টে যায়।
স্থানীয় এক আইনজীবী জানিয়েছেন, লরিটি স্বাভাবিকের চেয়েও বেশি গতিতে ছুটছিল। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।