
উল্লেখ্য, উত্তরার ৪নং সেক্টরে সি-শেল নামে একটি চাইনিজ রেস্টুরেন্ট ও এর পাশে ২টি ভবন আগুনে পুড়ে গেছে। ছয়তলা একটি ভবনে একুশে কিচেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উত্তরা শাখা, ডেলটা লাইফ ইনস্যুরেন্সসহ আরও বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, ভোর ৫টার দিকে সি-শেল চাইনিজ রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। রেস্টুরেন্টটি চারতলা ভবনের নিচতলায় হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন লাগার একঘণ্টার মধ্যে ওই ভবনের পাশের ছয়তলা ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সাবু জানান, সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিস ওই ভবন দুটির ভেতরে ডাম্পিঙয়ের কাজ করে।