রক্ষণাবেক্ষণের জন্য বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। ফলে সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ থাকবে না।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে
র গণসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে এতথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে পেট্রোবাংলা থেকে যে চিঠি পেয়েছি। সেখানে সারাদেশের ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা বলা হয়েছে।’
ঈদের ছুটির সময় কলকারখানায় গ্যাসের ব্যবহার কম থাকায় গ্যাসক্ষেত্রের রক্ষণাবেক্ষণের জন্য এ সময়কে বেছে নেয়া হয়েছে বলে জানান তিনি।
তবে মঙ্গলবার ছিল ঈদের ছুটির শেষ দিন। ফলে বুধবার সারাদিন ফিলিং স্টেশনগুলোয় গ্যাস বন্ধ থাকলে বিপত্তি দেখা দিতে পারে।




