দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল ১৪ জুন বুধবার নাগাদ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এ পর্যায়ে পৌঁছায়।
দেশের প্রায় নয় মাসের পণ্য আমদানীর জন্য এ রিজার্ভ পর্যাপ্ত বলেও জানানো হয়।
গত মে মাসের শেষ দিকে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার। দেশের সর্বশেষ রিজার্ভের পরিমাণ ২০১৭ সালের মে মাসের চেয়ে দশমিক ৪৯ বিলিয়ন এবং ২০১৬ সালে ১৪ জুনের চেয়ে ৩ দশমিত ৩ বিলিয়ন বেশী।
তৈরি পোশাক রপ্তানীর ইতিবাচক ধারাবাহিকতা এবং বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের পাঠানো মুদ্রা দেশে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশী মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।