চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি কিন্ডারগার্টেনে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত হয়েছে। এছাড়া ৫৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৫০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে এক প্রতিবেদনে জানায় চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, বিকালে কিন্ডারগার্টেন থেকে শিশুদের বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকরা জড়ো হলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি।
বিস্ফোরণের পর অনেককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
অনলাইন সংবাদ মাধ্যম সহুকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, প্রায় পাঁচটার দিকে আমরা বিস্ফোরণের শব্দ শুনে মনে করেছিলাম গ্যাস বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পাঁচ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার ট্রাক ও পুলিশ এসে উপস্থিত হয়।