যুক্তরাষ্ট্র থেকে ৫০ কোটি ডলারের বোমা কিনছে সৌদি

SHARE

কাতারকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা খারাপ দিকেই যাচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আর এই পরিস্থিতির ফাঁয়দা লুঠতে পুরো মুখিয়ে আছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। ইতিমধ্যে পরিস্থিতি বুঝেই অস্ত্র পাঠানো শুরু করছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি সৌদি আরবের কাছে ৫০ কোটি ডলারের বোমা বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সিনেট।

তবে এসব বোমা ইয়েমেনে আগ্রাসন চালাতে সৌদি আরবের রয়্যাল এয়ার ফোর্স ব্যবহার করবে বলে উল্লেখ করা হয়েছে। খবর আলজাজিরার।

অবশ্য কেন্টাকির রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল এবং কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করে প্রস্তাব এনেছিলেন। তবে ৫৩-৪৭ ভোটে সেটি বাতিল হয়ে যায়।

এরপর সিনেটর পল আক্ষেপ নিয়ে বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে এক অস্ত্রবাজ প্রজন্ম গড়ে তুলছি।’

শিয়া হুথি বিদ্রোহী ও তাদের মিত্রদের বিদ্রোহের মুখে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে নির্বাসনে যেতে হয়। এর জের ধরে ২০১৫ সাল থেকে দেশটির বিদ্রোহী দমনের দায়িত্ব নেয় সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত আট হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ৪৪ হাজার মানুষ।