ফেনসিডিলসহ মা ও ছেলে গ্রেফতার

SHARE

arrestরংপুরের পীরগঞ্জে ১২০ বোতল ফেনসিডিলসহ মা ও ছেলেসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হয়।
 
এর আগে আজ সকালে ও বুধবার রাতে চালানো পৃথক পৃথক অভিযানে এদের গ্রেফতার করা হয়। এ সময় একটি মটরসাইকেলও জব্দ করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুরের মৃত ইলিয়াসের স্ত্রী ফাতেমা বেগম (৪২) ও তার ছেলে মুরাদ হোসেন (২৫), দিনাজপুরের নবাবগঞ্জের বিশলার আমজাদ হোসেনের ছেলে শাহিন মিয়া (৩০) ও আজমপুরের ফছিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে তুহিন (৩০)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে মৃত ইলিয়াসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির একটি ঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ইলিয়াসের স্ত্রী ফাতেমা ও ছেলে মুরাদকে গ্রেফতার করা হয়।
 
অভিযানটি পরিচালনা করেন পীরগঞ্জ থানার এসআই ইলিয়াস ও আনওয়ার হোসেন।
 
এদিকে আজ সকাল পৌনে ৯টায় মাদারগঞ্জ বন্দরে আরো একটি অভিযান চালায় পীরগঞ্জ থানা পুলিশ। মটরসাইকেলে করে বড়দরগাহ থেকে সদুল্যাপুর যাওয়ার পথে শাহিন মিয়া ও তুহিনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থাকা দুইটি কার্টন থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ।
 
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা করে গ্রেফতারকৃত চারজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।