বৃটেনে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা

SHARE

hamidiবৃটেনের উত্তর-পূর্ব লিঙ্কশায়ারে এক বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইমামের নাম মাওলানা জুবায়ের আলম হামিদী। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে লন্ডন থেকে ১৭৫ মাইল দূরবর্তী গ্রিমসবি শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৮টায় খবর পেয়ে গ্রিমসবির ফ্রিম্যান স্ট্রিটে মাওলানা হামিদীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করার কথা জানিয়েছে।

নিহত ইমামের স্বজনরা জানান, মঙ্গলবার ভোররাতে গুলি করে হত্যা করা হয় হামিদীকে।ঘটনার সময় নিহত হামিদীর সঙ্গে তার এক ভাইও ছিলেন ঘরে। সকালে হামিদীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত দেখতে পেয়ে ওই ভাই থানায় টেলিফোন করেন। পুলিশ গিয়ে ভাইকে আটক করে।

প্রসঙ্গত, নিহত মাওলানা হামিদী মৌলভীবাজারের ‘বরুনার পীর’ হিসেবে পরিচিত সিলেটের প্রখ্যাত আলেম মাওলানা লুৎফুর রহমান বর্ণভী রহ.-এর নাতি। গ্রেটার লন্ডনের এসেক্সের ক্লাকটন অন সি-তে পরিবার নিয়ে বাস করতেন তিনি। তিন মেয়ে ও এক ছেলের জনক তিনি।লন্ডনের টেলিভিশন ফান্ডরেইজিং অনুষ্ঠানের পরিচিত মুখ মাওলানা শেখ সালেহ আহমদ হামিদী নিহতের বড় ভাই।