সানি লিওন হতে যেয়ে…

এটা ভাবতেও হয়তো অবাক লাগবে যে, কেউ ‘সানি লিওন’ হতে চাইতে পারে। যে কারণে এই নামটি সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়েছিল, সেই কারণটি তো কারও অজানা নয়। তাই কোনও মেয়ের আদর্শ যদি হয় সানি, তবে সমাজ তার কী ব্যাখ্যা করবে?

SHARE

বিনোদন ডেস্ক:

এটা ভাবতেও হয়তো অবাক লাগবে যে, কেউ ‘সানি লিওন’ হতে চাইতে পারে। যে কারণে এই নামটি সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়েছিল, সেই কারণটি তো কারও অজানা নয়। তাই কোনও মেয়ের আদর্শ যদি হয় সানি, তবে সমাজ তার কী ব্যাখ্যা করবে? তবে সেই মেয়ে কোনও সাধারণ মেয়ে নয়। রেড লাইট গলিতে গুমরে গুমরে মরা এক মেয়ে। স্বপ্নপূরণের উদ্দেশ্যে কতদূর যেতে পারে সে?

এমনই একটি প্রশ্ন নিয়ে শুরু হয় মৌমিতা চক্রবর্তীর প্রায় ২০ মিনিটের শর্ট ফিল্ম ‘আই উইশ টু বি সানি লিওন’। মডেল ও অভিনেত্রী বেশ অনেকদিন হল পরিচালনায় মন দিয়েছেন। পরিচালক ইমতিয়াজ আলির স্ত্রী প্রীতি আলির প্রযোজনা সংস্থা ‘হমারা মুভিজ’ তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনার জন্য। সেই সিরিজেরই প্রথম ছবি এটি, যা সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হমারা মুভিজ’ ইউটিউব চ্যানেলে। প্রযোজনা করেছেন প্রীতি আলি, বিনয় মিশ্র ও পল্লবী রোহাতগি।