লংগদুতে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

রাঙামাটির লংগদুতে বাড়িঘরে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে শুক্রবার মধ্যরাতে মামলাটি দায়ের করে। ইতোমধ্যে ৭ জন গ্রেপ্তার হয়েছে।

SHARE

রাঙ্গমাটি প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে বাড়িঘরে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে শুক্রবার মধ্যরাতে মামলাটি দায়ের করে। ইতোমধ্যে ৭ জন গ্রেপ্তার হয়েছে।

শনিবার দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন। পুড়িয়ে দেয়া ঘরবাড়ি নির্মাণ করে দেয়ার ঘোষণাও দেন জলো প্রশাসক।

তারা বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। এদিকে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে নিজেদের ঘরে ফেরা শুরু করেছে পাহাড়ি মানুষ।

গত বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর উপজেলার চার মাইল এলাকায় লংগদু উপজেলা যুবলীগ নেতা ও ভাড়ায় মোটর সাইকেল চালক মো. নুরুল ইসলামের মৃতদেহ পাওয়া যায়।

প্রতিবাদে শুক্রবার সকালে যুবলীগ নেতাকর্মীরা রাঙামাটির তিনটিলায় বিক্ষোভ করে। এক পর্যায়ে তাদের দেওয়া আগুনে প্রায় শতাধিক বাড়ি পুড়ে যায়। আহত হয় ৪ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।