এটিএন টাইমস ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই রুশ হ্যাকাররা গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ে জড়িত থাকতে পারেন। তবে রাষ্ট্রের নির্দেশনায় তাদের কেউই এ ধরণের কাজ করেননি। সেইন্ট পিটার্সবার্গে দেয়া এক বক্তৃতায় এ ধরণের মন্তব্য করেন তিনি।
এসময় পুতিন আরো বলেন, যারা রাশিয়ার বিরুদ্ধে খারাপ ধারণা পোষণ করে এবং বিদ্বেষ ছড়ায়, তাদের বিপক্ষে রুশ নাগরিকরা সর্বদাই ন্যায়সঙ্গত যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত থাকে। হ্যাকারদের তিনি শিল্পী হিসেবে উল্লেখ করে বলেন, শিল্পীরা যেমন ঘুম থেকে উঠে সারাদিন আপন মনে ছবি আঁকার কাজে ব্যস্ত থাকেন। হ্যাকাররাও অনেকটা তেমনই।
তারাও সকাল বেলা আগে নিজের দেশের সঙ্গে, অন্য দেশগুলোর সম্পর্ক নিয়ে চলমান ঘটনাগুলো প্রত্যক্ষ করে। তারপর তারা দেশাত্মবোধের চেতনায় খারাপ প্রতিপক্ষকে স্বেচ্ছায় আক্রমণ করে। তবে, গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ প্রশাসনের হস্তক্ষেপের বিষয়টিকে আবারো প্রত্যাখ্যান করেছেন পুতিন।