বাবরি মসজিদ মামলা: বিজেপির তিন নেতার বিরুদ্ধে রুল জারি

বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র মামলায় ভারতের সুপ্রিম কোর্ট ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ তিন নেতার বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। এরা হলনে এল কে আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও মুরুলি মনোহর যোশি।

SHARE

আন্তর্জাতিক ডেস্ক:

বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র মামলায় ভারতের সুপ্রিম কোর্ট ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ তিন নেতার বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। এরা হলনে এল কে আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও মুরুলি মনোহর যোশি।

মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিশেষ সিবিআই আদালতে এল কে আদভানি, উমা ভারতি ও মুরুলি মনোহর যোশি মামলার হাজিরা দেন। সেখানে তারা দাবি করেন, বাবরি মসজিদ ভাঙার জন্য তারা কোনো ষড়যন্ত্র করেননি এবং তাদের মামলা খারিজের আবেদন জানান। তবে আদালত তাদের মামলা খারিজের আবেদন নাকচ করে দেন।

ওই আদালতে শীঘ্রই অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হবে। সিবিআই আদালতকে দুই বছরের মধ্যে এই মামলা শেষ করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। তবে আদালতের দৈনিক শুনানিতে তাদের হাজির থাকতে হবে না।