এবার ভারত মাতাচ্ছে বাহুবলি শাড়ি!

অমরেন্দ্র বাহুবলী আর মহেন্দ্র বাহুবলীর দাপটে থরহরি কম্প গোটা দেশ। রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে ‘বাহুবলী টু’। তাতে নতুন সংযোজন বাহুবলী স্পেশ্যাল শাড়ি। কেমন দেখতে সেই শাড়ি?।

SHARE

লাইফ স্তাইল ডেস্ক:

অমরেন্দ্র বাহুবলী আর মহেন্দ্র বাহুবলীর দাপটে থরহরি কম্প গোটা দেশ। রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে ‘বাহুবলী টু’। তাতে নতুন সংযোজন বাহুবলী স্পেশ্যাল শাড়ি। কেমন দেখতে সেই শাড়ি?।

শিফনের শাড়ির উপর কোথাও বাহুবলীর ছবি, কোথাও তিরের ছিলা টেনে ধরে আছে বাহুবলী আর দেবসেনা, কোথাও ভল্লালদেব। এমনই শাড়িতে ছেয়ে গিয়েছে গোটা দেশ। গুজরাতের সুরাতে এই শাড়ি প্রথম দিকে বাজার কাঁপাচ্ছিল বটে! এখন কাঁপাচ্ছে কলকাতার নিউ মার্কেট।

এখানে বেশ কিছু দোকানে পাওয়া যাচ্ছে বাহুবলী শাড়ি। শুধু শাড়িই নয়, বক্সার কিংবা ট্র্যাকপ্যান্টসও মিলছে! শাড়িতে উজ্জ্বল রঙের ব্যবহার চোখে পড়ছে। কালো-সবুজের মিশেল বা অন্য রকম। কাজেই বালুচরি না চেয়ে বাহুবলী চাইতেই পারেন! নিউ মার্কেটের কিছু ব্যবসায়ী প্রায় আট রকমের বাহুবলী শাড়ি বিক্রি করছেন।