খবরেই থাকছেন তিনি৷ তা সে যেকোনো ভাবেই হোক৷ ‘অ্যাকটেরিক্স অ্যান্ড ওবেলিক্স’-এর ওবেলিক্স, ফরাসি চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত অভিনেতা জেরার্ড দেপারদিউ৷ এর আগে কর বাঁচানোর জন্য ফ্রান্স থেকে পাততাড়ি গুটিয়ে রাশিয়ার নাগরিকত্ব নিয়েছিলেন তিনি৷ তা নিয়ে একচোট বিতর্কের পর এবার নিজের জীবনযাত্রা নিয়ে আর একচোট ‘যাত্রা’ই করলেন তিনি৷
ওবেলিক্স-এর জাদু পানীয় পান করার অধিকার নেই, সেই খামতি বোধহয় ব্যক্তিগত জীবনে মিটিয়ে নিচ্ছেন তিনি৷ তার দাবি, তিনি নাকি রোজ কম করে হলেও ১৪ বোতল ওয়াইন খান৷ তবে এটা শুধু ওয়াইন৷ এ ছাড়াও রয়েছে অন্যন্য মদ-ও৷ আর তার পরেও নাকি তার কোনও সমস্যা নেই৷ এমনকী ২০০০ সালে যে চিকিৎসক তার বাইপাস অপারেশন করেন, তার সঙ্গে নাকি এ বিষয় নিয়ে কথাও বলে নিয়েছেন তিনি৷ মাদক থেকে সরে আসার সময় তিনি ডিপ্রেশনে চলে যান, আর তখনই সুরার প্রতি এই আকর্ষণ জন্মায় বলে জানিয়েছেন তিনি৷ ‘সকালে ঘুম থেকে উঠেই এক বোতল শ্যাম্পেন বা এক বোতল রেড আয়াইন৷ তারপর আবার এক বোতল’, দিন শুরুর হিসাব দিয়েছেন দেপারদিউ৷ যখনই কোনো খাবার মুখে তোলেন, ওয়াইন সঙ্গেই থাকে৷ এইভাবে বিকেলের মধ্যেই পেটে চলে যায় ১৪ বোতল ওয়াইনের কাছাকাছি৷ তারপর হুইস্কি আর ভডকা চলতে থাকে বলে নিজের পানাভ্যাস সম্পর্কে দাবি তার৷ ডিপ্রেশনে যাওয়ার হাত থেকে বাঁচাতে তার হাতে কেউ কেন কোনো ভালো বই তুলে দিল না, এ প্রশ্ন তুলেও অবশ্য হাসাহাসি শুরু হয়েছে বিভিন্ন মহলে৷- ওয়েবসাইট।