আন্তররাজতিক ডেস্ক:
ফিলিপাইনে ইসলামপন্থী জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এই নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে চলা লড়াইয়ে অন্তত ৮৫ জন মানুষ প্রাণ হারায় দেশটিতে।
চলমান সহিংসতার জেরে মঙ্গলবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক আইন জারি করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি জঙ্গিদের সঙ্গে আইএস জিহাদিদের সংশ্লিষ্টতার হুমকি রয়েছে বলে জানিয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানায়, জঙ্গিরা মারাউই শহরে ১৯ বেসামরিক লোককে হত্যা করেছে।
২ লাখ জনসংখ্যা অধ্যুষিত এলাকাটির অধিকাংশ বাসিন্দা মুসলিম। নিহতদের মধ্যে তিন নারী ও একটি শিশুও রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফিলিপাইনের প্রবীণ জঙ্গি ইসনিলোন হাপিলোনকে স্থানীয় আইএস নেতা হিসেবে অভিযুক্ত করে গ্রেফতার করতে গেলে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকজন বন্দুকধারী মারাউই জুড়ে তাণ্ডব শুরু করে।
বন্দুকধারীরা বিভিন্ন স্থানে কালো রঙের আইএস এর পতাকা উত্তোলন করে। তারা একটি গীর্জা থেকে এক পাদ্রী ও ১৪ জনকে জিম্মি করে নিয়ে যায় এবং গীর্জাটিতে আগুন দেয়।