আন্তর্জাতিক ডেস্ক:
ইতালির সিসিলিতে অনুষ্ঠিত ৭টি উন্নত দেশের সম্মেলন জি-৭ এ, নেতাদের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে মতৈক্য হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ফিরে তার সিদ্ধান্ত জানাবেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-৭ সম্মেলনে জলবায়ু বিষয়ে জোটভুক্ত অন্য ছয়টি দেশের সাথে একমত হতে পারেনিন। বিষয়টি নিয়ে আরও পর্যালোচনার কথা বলেন ট্রাম্প। তবে জলবায়ু থেকে কার্বন নির্গমন কমাতে ওই জোটের বাকি ছয় দেশের নেতারা প্যারিসে স্বাক্ষরিত জলবায়ু চুক্তি মেনে নিতে রাজি হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জলবায়ুর বিষয়ে এই না বোধক অবস্থানের নিন্দা জানিয়ে বিষয়টিকে ছয়ের বিরুদ্ধে এক আখ্যা দেয় জার্মানি। জি-৭-এর নেতারা শনিবার অভিবাসী সংকট নিয়েও আলোচনা করেন। অভিবাসী আলোচনায় তিউনিসিয়া, কেনিয়া, ইথিওপিয়া, নাইজার ও নাইজেরিয়ার প্রতিনিধিরাও অংশ নেন।