ক্রীড়া ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। বার্মিংহামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় শনিবার বেলা সাড়ে ৩টায়। তামিম ইকবালের সেঞ্চুরির পর মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার তামিম ও সৌম্য। বাংলাদেশের হয়ে এই ম্যাচে ইনিংস ওপেন করেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। শুরুটা ভালো হলেও ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেছেন সৌম্য। পাকিস্তানি পেসার জুনায়েদ খানের বলে বাবর আজমের তালুবন্দি হয়েছেন তিনি। তবে তামিম ইকবাল ব্যাট হাতে বেশ সাবলীল। ইতোমধ্যে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯৫ রান।
বাংলাদেশ দল :মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সানজামুল ইসলাম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।
পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখার জামান, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনাইদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।