ইউরোপা লিগের চ্যাম্পিয়ন ম্যানইউ

ইউরোপা লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে আয়াক্সকে। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করলো হোসে মরিনহোর শিষ্যরা।

SHARE

স্পোর্টস ডেস্ক:

ইউরোপা লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে আয়াক্সকে। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করলো হোসে মরিনহোর শিষ্যরা।

প্রিমিয়ার লিগে ছয় নম্বরে থেকে এবারের মৌসুম শেষ করে ম্যানইউ। যা ছিল তাদের সমর্থকদের জন্য অপ্রত্যাশিত। তবে ইউরোপা লিগ জিতে সেই আক্ষেপ কিছুটা ঘুচানোর সুযোগ ছিল ম্যানইউর সামনে।সেই লক্ষ্যে ফ্রেন্ডস এরেনায় আয়াক্সের মুখোমুখি হয় হোসে মরিনহোর দল।

শুরু থেকেই প্রাধান্য ম্যানইউ-র। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা ১৭ মিনিট পর্যন্ত। এসময় পল পগবা দলকে উল্লাসের উপলক্ষ্য এনে দেন। সদ্য বাবাকে হারানো পগবা গোল করে আকাশের দিকে তাকিয়ে যেন তাকে স্মরণ করেন। ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ধার বাড়ায় অতিথিরা।

৪৮ মিনিটে হেনরিক মিখিতারিয়ান দলের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর আর কোন দল গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শিরোপার স্বাদ পায় ম্যানইউ। সোমবার রাতে ম্যানচেস্টারে হামলায় পর কিছুটা হলেও আনন্দের উপলক্ষ তৈরি করল মরিনহোর শিষ্যরা।