লড়াই-সংগ্রামে নজরুল আমাদের প্রেরণা : রিজভী

SHARE

২৪আওয়ার রিপোর্ট : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নজরুল আমাদের প্রেরণার জায়গা। আমরা যখন মিছিল করি, লড়াই করি, সংগ্রাম করি, যখন প্রতিবাদ করি, তখন কাজী নজরুলকে স্মরণ করি। আমরা যখন অধিকারহারা, সেই অধিকার পুনরুদ্ধারের জন্য নজরুলকে স্মরণ করি। সংকট ও দুঃসময়ের মধ্যেও একে অপরের প্রতি ভালোবাসার চিন্তা করি, তখনো নজরুল আমাদের প্রেরণার জায়গা।

বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব তিনি কথা বলেন।

রিজভী বলেন, বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক। আমরা যখন বাকরুদ্ধ, অধিকারের জন্য কথা বলি, তখন নজরুল আমাদের প্রেরণা দেয়। আমরা যখন ভয়ংকর দুঃশাসনের মধ্যে সামান্যতম স্বস্তির কথা চিন্তা করি, তখন নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক।

এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য গাজী মাজহারুল আনোয়ারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।