স্পোর্টস ডেস্ক:
সিরিজের নিষ্পত্তি আগেই হয়ে যা্ওয়ায় বাংলাদেশের বিপক্ষে হারলেও শিরোপা জয় করেছে নিউজিল্যান্ড। তবে এ ম্যাচে বাংলাদেশের প্রাপ্তিও কম নয়। এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে জয় পেয়েছে টাইগাররা। আর ওয়ানডে ব্যাটসম্যানদের তিন হাজারী ক্লাবে জায়গা করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে সবচেয়ে বড় সংবাদ হল এই জয় দিয়ে র্যাঙ্কিংয়ে নিজেদের সেরা ছয় নম্বর জায়গাটি নিশ্চিত করেছে বাংলাদেশ। এর ফলে, বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত হল টাইগারদের। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ।
কিউইদের ৫ উইকেটে হারানোয় মাশরাফির দলের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৩। শ্রীলঙ্কার পয়েন্টও সমান হওয়ায় ভগ্নাংশে এগিয়ে থেকে ছয়ে উঠে এসেছ বাংলাদেশ। আর শ্রীলঙ্কা নেমে গেছে সপ্তম স্থানে। নয় নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ১৪।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ব্যবধান ঘোচানোর সুযোগ খুবই কম ওয়েস্ট ইন্ডিজের। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।