শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

SHARE

স্থানীয় সংসদ সদস্য (এমপি) সেলিম ওসমানের নির্দেশে লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ এনে আলোচিত নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

২৪ মে বুধবার এ আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত। আদালতে বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী। আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী। তিনি জানান, পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে শ্যামল কান্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক শ্যামল কান্তি ভক্তের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

মামলা সূত্রে জানা যায়, এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক মোর্শেদা বেগমের কাছ থেকে এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। এ অভিযোগে শ্যামল কান্তির বিরুদ্ধে ওই শিক্ষক মামলা করেন।

দীর্ঘ তদন্তের পর গত ১৭ এপ্রিল শ্যামল কান্তি ভক্তকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ। এতে ৪ জনকে সাক্ষী করা হয়েছে।

প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গত ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে মারধর করে স্থানীয়রা। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সবার সামনে ওই শিক্ষককে কান ধরে উঠবস করান বলে অভিযোগ পাওয়া যায়।

পরে শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। গত ১৮ মে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ১৯ মে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত জানান।

একইসঙ্গে শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কান ধরে উঠবস করানো এবং বরখাস্তের ঘটনায় ওই স্কুলের পরিচালনা বাতিল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। ঘটনার দুই মাস পর গত ১০ জুলাই কর্মস্থলে ফিরেছেন নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।

এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলায় ২৩ মে মঙ্গলবার এমপি সেলিম ওসমানকে জামিন দিয়ে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ৪ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা।