প্লেনের টিকেট মাত্র ১২ টাকা!

বিমানসংস্থা স্পাইসজেট বিমানযাত্রীদের জন্য এক দুর্দান্ত অফার ঘোষণা করল। এই অফারের অধীনে স্পাইসজেট তাদের সমস্ত এয়াররুটের টিকিট ন্যূনতম ১২ টাকায় বিক্রির কথা ঘোষণা করেছে।

SHARE

আন্তর্জাতিক ডেস্ক:

বিমানসংস্থা স্পাইসজেট বিমানযাত্রীদের জন্য এক দুর্দান্ত অফার ঘোষণা করল। এই অফারের অধীনে স্পাইসজেট তাদের সমস্ত এয়াররুটের টিকিট ন্যূনতম ১২ টাকায় বিক্রির কথা ঘোষণা করেছে।

এই তথ্য প্রকাশ পেয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, এই অফারের সুবিধা নিতে হলে ২৩ থেকে ২৮ মে ২০১৭-র মধ্যে টিকিট কাটতে হবে। ২৬ জুন ২০১৭ থেকে ২৪ মার্চ ২০১৮-র মধ্যে বিমানযাত্রার জন্য এই অফারের অধীনে টিকিট কাটা যাবে।

স্পাইসজেট তাদের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে অফারটির কথা ঘোষণা করেছে। জানানো হয়েছে, টিকিটের যে ন্যূনতম দাম ধার্য করা হয়েছে, সেই ১২ টাকা আদপে টিকিটের বেস ফেয়ার। এর উপরে সারচার্জ এবং ট্যাক্স বসবে। সমস্ত নন-স্টপ ফ্লাইটের টিকিট এই দামে কাটা যাবে।

‘বারা সাল বড়া ধমাল’ নামের এই অফারে একটি লাকি ড্র-এর বন্দোবস্তও রাখা হয়েছে। নির্দিষ্ট সেল পিরিয়ডের মধ্যে যাঁরা টিকিট বুক করবেন, তাঁরা একটি লাকি ড্র-এ অংশগ্রহণ করার সুযোগ পাবেন। লাকি ড্র-এর বিজেতারা ফ্রি টিকিট এবং অন্যান্য পুরস্কার পাবেন।

এই অফারের অধীনে আরও বেশ কিছু সুযোগ-সুবিধা পাবেন যাত্রীরা। যেমন স্পাইসম্যাক্স, খাবার, সিট নির্বাচন কিংবা অন্যান্য পরিষেবার দামে ২০ শতাংশ ছাড় পাবেন।

আরও জানানো হয়েছে যে, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে যাঁরা টিকিট কাটবেন, তাঁর ফ্রি মিল এবং ফ্রি প্রায়োরিটি চেক ইন-এর সুবিধাও পাবেন।