২৪আওয়ার ডেস্ক: ইরাকে পুলিশকে লক্ষ্য করে দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং আরো বহুসংখ্যক আহত হয়েছেন।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।
সূত্র মতে, শুক্রবার রাতে বাগদাদের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়। আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে শিয়া অধ্যুষিত আবু দাশির এলাকায় প্রথম হামলা চালায়। এদিকে সূত্রটি আরো জানায়, প্রথম হামলা চালানোর পর কাছেই দ্বিতীয় হামলাটি চালানো হয়। থানার প্রবেশ পথে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় হামলাটি চালায়।
বাগদাদের আবু দাশিরের চেকপয়েন্ট হামলায় ২৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান। একজন হামলাকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যা করতে সক্ষম হয়, আরেকজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় করলে জানান তিনি।
এরপর বসরা শহরে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হন, আহত হয় ৩০ জন। বসরার প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের প্রধান রিয়াদ আবদুলামির এ কথা নিশ্চিত করেন। বসরা অপারেশন কমান্ড জানিয়েছে, গাড়িবোমা নিয়ে আসা দ্বিতীয় হামলাকারীকে হত্যা করতে সক্ষম হয়েছে তারা।