কানাডাতে বন্যায় ৪ জনের মৃত্যুর আশঙ্কা

SHARE
২৪আওয়ার ডেস্ক:  কানাডার কয়েকটি এলাকায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় চার জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকে এক ব্যক্তি ও অপর এক শিশু নিখোঁজ রয়েছে। বন্যার পানির স্রোতে তাদের গাড়িটি নদীতে ভেসে যায় বলে জানা গেছে। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অপরদিকে পশ্চিম প্রান্তের ব্রিটিশ কলম্বিয়ায় উদ্ধারকর্মীরা দুই ব্যক্তির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাত থেকে তারা নিখোঁজ রয়েছে।
বন্যায় অন্টারিও ও নিউ ব্রুন্সউইক প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। সেখানে আটকে পড়া হাজারো মানুষকে সরিয়ে নিতে সেনা সদস্যরা কাজ করছেন। এ বছর কানাডায় এপ্রিল ও মে মাসে গড় বৃষ্টিপাতের চেয়ে বসন্তকালীন অধিক বৃষ্টিপাত ও বরফ গলে প্রাকৃতিক দুর্যোগটি ভয়াবহ রূপ নিয়েছে।