যাত্রীর পেটে ১২ সোনার বার

SHARE

চট্টগ্রাম সংবাদদাতা :  চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিল্লাল হোসেন (৩৫) নামের এক যাত্রীর পেট থেকে বের করে আনা হলো ১২টি সোনার বার।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ওই যাত্রীকে আটক করে পায়ু পথ দিয়ে ওই সোনা পেট থেকে বের করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আটক বিল্লালের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। সে সকাল ১০টায় এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে শারজাহ থেকে চট্টগ্রামে পৌঁছে।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্ধ করা সোনার ওজন প্রায় এক কেজি ৩৯০ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

মঈনুল খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিল্লালকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পেটে সোনা বহনের কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, কেউ পেটের মধ্যে সোনা লুকিয়ে রাখলে তার অস্বস্তি হয়। সোনা বহনকারী এই যাত্রীর চেহারাতেও তা ধরা পড়ে।পরে বিশেষ কৌশলে পায়ুপথ দিয়ে সোনার বারগুলো বের করা হয়।

আটক বিল্লালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান শুল্ক গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা।