দুই বছরে পা রাখলো এটিএন ইভেন্টস

SHARE

শরীফ সুজন

২০১৬ সলের ১ মে এটিএন ইভেন্টসের যাত্রা শুরু হয় ক্যাপ্টেন (অবঃ) মাসুদুর রহমানের নেতৃত্বে। এই এক বছরের মধ্যে নিজেদের দক্ষতা প্রমান করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিকে পরিপূর্ন ভাবে তুলে ধরার লক্ষ্যে এটিএন ইভেন্টস স্বক্রিয় ভূমিকা পালন করছে। প্রবাসি বাংলাদেশীদের জন্য বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে নতুল প্রজম্মের মাঝে তুলে ধরার লক্ষে আমেরিকা, ইতালী, মালয়েশিয়া ও ভারত সহ নানা দেশে এটিএন ইভেন্টস অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে। ইতিমধ্যে র‌্যাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী, নেহা কাক্কার লাইভ ইন ঢাকা, শ্রেয়া ঘোষাল মেলোডী নাইট লাইভ ইন ঢাকা, এস এস এফ ও রামু ক্যান্টনমেন্ট সহ অসংখ্য সফল অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠানের নাম এটিএন ইভেন্টস লিমিটেড।
আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটিএন ইভেন্টসের হেড অফ অপারেশন ইকতারুল ইসলাম অনি বলেন,‘ আগামী দিন গুলোতে দেশের দর্শক শ্রোতাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে আমরা অনুষ্ঠান আয়োজনে আগের থেকে আরো বেশী সচেষ্ট থাকবো। ’
এটিএন ইভেন্টসের প্রোগ্রাম ম্যানেজার ( ওভারসীজ ) ইমারত হোসেন বলেন,‘ আমাদের দায়বদ্ধতা থেকেই বাংলাদেশের কৃষ্টি কালচার দেশ ও বিদেশে তুলে ধরার জন্য আমরা আপ্রান চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আজীবন।’
বাংলাদেশের অসংখ্য ইভেন্টস কোম্পানি থাকলেও এটিএন ইভেন্টস সবাইকে ছাড়িয়ে নিজেদেরকে স্বর্ণ-শিখড়ে প্রতিষ্ঠিত করতে অঙ্গিকারাবদ্ধ।