২৪আওয়ার রিপোর্ট : হাওরাঞ্চলের দুর্যোগকে জাতীয় সংকট উল্লেখ করে তা মোকাবিলায় জাতীয় ঐক্যের মাধ্যমে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
ড. কামাল হোসেন বলেন, ‘এটা আমাদের একটা জাতীয় সংকট। জাতীয় সংকট মোকাবিলার জন্য প্রয়োজন হয় জাতীয় ঐক্য। এটাকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে না বিচার করে, পাল্টাপাল্টি দোষারোপ না করে সমস্যা চিহ্নিত করা দরকার। সব তথ্য একত্র করা দরকার। সব ধরনের গঠনমূলক প্রস্তাব সামনে আনা দরকার।’
এ সময় পাল্টাপাল্টি অভিযোগ বন্ধ করে ঐক্যবদ্ধভাবে হাওরবাসীর পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহ্বান জানান ড. কামাল।
হাওরবেষ্টিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা এবং জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়া আগাম বন্যারোধে হাওরগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী ও খাল খননে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ড. কামাল।
হাওরাঞ্চলের সংকট থেকে উত্তরণের জন্য বিশিষ্ট নাগরিক এবং বিশেষজ্ঞদের সহায়তা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের এই নেতা।