বাঁধ ভেঙে এবার ডুবল শনির হাওর

SHARE

সুনামগঞ্জ সংবাদদাতা :   সুনামগঞ্জের শনির হাওরের বাঁধের তিন জায়গা ভেঙে গেছে। সেখান দিয়ে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ঢুকতে শুরু করেছে।

রোববার সকাল নয়টার দিকে বাঁধের লালুর গোয়ালা, আহাম্মক খালী, রাধাপুর নামে তিনটি জায়গা দিয়ে পানি ঢুকতে শুরু করে। এলাকাবাসী ও কৃষকেরা সেখানে সংস্কারের কাজ করছেন। তাহেরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান বাঁধের ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০টি গ্রামের মানুষের জমি আছে শনির হাওরে। প্রায় ২২ হাজার একর জমির মধ্যে তাহিরপুরের বাসিন্দা কৃষকের জমি আছে প্রায় ১৬ হাজার একর।