২৪আওয়ার রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কওমী মাদ্রাসাকে অনেক আগে থেকেই প্রধানমন্ত্রীর অঙ্গিকার ছিলো স্বীকৃতি দেওয়া। তিনি বলেন, এ নিয়ে নতুন করে কোন প্রশ্ন তোলার সুযোগ নেই।
শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডের সিটি সেন্টারের পাশে বেদে সম্পদায়ের উত্তরন ফাউন্ডেশনের শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমী মাদরাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য কয়েক বছর আগে প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন হেফাজতের আমির মাওলানা শাহ শফি। বিএনপি কওমী মাদ্রাসা নিয়ে যে দাবি তুলেছেন তা ভিত্তিহিন।
তিনি বলেন, ভারতের দিল্লিতেও কওমী মাদরাসার স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। তাই কওমী মাদরাসা নিয়ে বিএনপির কোন আন্দোলনের সুযোগ নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি হাবিবুর রহমান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে।