
অনেক প্রতিবন্ধতার পর কিছুদিন হল পাবনার বিভিন্ন লোকেশনে ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। ঠিক এমনই সময় বুধবার সিনেমার প্রথম লুক ফেসবুকে প্রকাশ করেছেন সিনেমার পরিচালক শমীম আহমেদ রনী।
‘শিকারি’ দিয়েই শাকিবের নতুন রুপের পালা বদলের যাত্রা শুরু। এরপর ‘নবাব’। সেখানেও শাকিবকে দেখে গেছে বিশ ভিন্নভাবে। এবার ‘রংবাজ’। মুখে খোঁচা খোঁচা দাড়ি, কানে দুল, ট্যাটু, রঙিন রোদ চশমা। এছাড়া শাকিবের ঘাড়ে ইংরেজি অক্ষরে লেখা ‘রংবাজ’। এই নতুন লুক নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।
‘রংবাজ’ ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন উঠতি নায়িকা বুবলি। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের রুপরঙ চলচ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।