ইট পাথরের এই শহরে প্রতিনিয়ত মানবতা খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অন্য জেলা থেকে ঢাকায় এসে দিন যেতে না যেতেই মনটাও যেন ইট পাথরের মতো শক্ত হয়ে যায়। এই শহরে প্রতিদিন ঘটে চলেছে নানা ঘটনা। যা আমাদের বিবেককে মাঝে মাঝে প্রচন্ডভাবে নাড়া দিলেও আবার কর্ম ব্যস্ত্যতায় হারিয়ে যায় মুমূর্তেই। তাছাড়া আমরা এই স্বাধীন দেশে এতোটাই স্বাধীন, যে কোন কিছু করতেই নিয়মের তোয়াক্কা করি না। অন্যের ক্ষতি নিয়ে ভাবতেও চাই না। সবাই যে একই ঘরনার তাও নয়, কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের থেকে অন্যকে নিয়ে ভাবতে ভালোবাসেন। তেমনই একজন মানুষ অক্সফোর্ড ইন্টারন্যশনাল স্কুল বনশ্রী শাখার সিইও আরিফুল ইসলাম রাজীব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স শেষ করে নানা সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এই মানুষটির আজ শুভ জন্মদিন, যার কারনে দু’এক কথা না লিখে পারছি না। বালাদেশ হিউমান রাইটস এর কল্যানে এই মানুষটির সাথে পরিচয়, কয়েক বছরের পরিচয় হলেও মনে হয় কয়েক যুগ ধরে একই সাথে পথ চলছি।
ইতিমধ্যে দুজনে আমেরিকা ও মালায়েশিয়া ভ্রমণ করেছি একই সাথে। যার ফলশ্রুতে জানতে পেরেছি অনেক না বলা কথা। এই পৃথিবীতে আমার সবচেয়ে কাছের মানুষটি আমার বাবা না ফেরার দেশে চলে গেছেন। যার কারনে আমি মানুষিকভাবে পুরোপুরি ভেঙ্গে পড়েছিলাম, সেই মুহূর্তে আরিফুল ইসলাম রাজীব আমাকে স্বাভাবিক রাখতে অনেক চেষ্টা করেছেন। বাবা সেহেরী খেতে ভোর রাতে সবাইকে ডেকে তুলতেন, তার অনুপস্থিতিতে সেহেরী খেতে ডেকে উঠানোর কাজটি করেন এই রাজীব ভাই। কিছু কিছু মানুষের কথা বলে শেষ করা যায় না। না বলা কথাগুলো মনের মাঝেই জমা থাকুক। তবে তার শুভ জন্মদিনে টুয়েন্টি ফোর আওয়ার বিডি ডট কম এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন রাজীব ভাই।