ইস্তানবুল বিমানবন্দরে নির্বিচারে গুলি জঙ্গিদের! হত ৩৬, জখম শতাধিক

SHARE

imageআত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর। মঙ্গলবার রাতের এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৩৬ জনের। আহত শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই দিন রাত ১০টা নাগাদ তিন জন সশস্ত্র জঙ্গি হঠাৎই বিমানবন্দরের যাত্রীদের ওপর নির্বিচারে গুলি ও বোমা ছুড়তে থাকে। পাল্টা গুলি চালায় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরাও। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও প্রাথমিক ভাবে সন্দেহ তীর আইএসের দিকেই।
তুরস্কের আইনমন্ত্রী বেকির বোজডাগ জানান, হামলায় প্রায় ১৪৭ জন আহত হয়েছেন। তবে আহত এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, তিন জঙ্গি ট্যাক্সিতে চেপে বিমানবন্দরে এসেছিল। বিমানবন্দরের টার্মিনালে যাত্রীদের ওপর গুলিবর্ষণ করে বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয় তারা।