ঝড়ে ঢাকায় দুই শিশুর মৃত্যু

SHARE

downloadঝড়ে ঢাকার রামপুরা ও কেরাণীগঞ্জে দুই শিশু মারা গেছে; কেরাণীগঞ্জে আহত হয়েছে অন্তত আটজন।
নিহতরা হলো- কারিশমা (৪) ও রিয়ামনি (৯)।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, রোববার রাত ৮টার দিকে কারিশমাকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যায় ঝড়ের সময় রামপুরার মোল্লা টাওয়ারের পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে দেওয়ালের একটি অংশ পাশের টিনশেড ঘরে পড়লে কারিশমা গুরুতর আহত হয়।

তার গ্রামের বাড়ি পিরোজপুর; বাবার নাম শামীম হাওলাদার।

তবে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার বলেন, “ঝড়ে রামপুরায় এ ধরনের দুর্ঘটনার খবর আমাদের কাছে আসেনি। শুধু ধানমণ্ডিতে বিদ্যুতের তার রাস্তায় পড়ার খবর পেয়েছি।”

কেরাণীগঞ্জ প্রতিনিধি জানান, দক্ষিণ কেরাণীগঞ্জে ঝড়ের সময় তিনতলা ঘরের টিন উপড়ে পড়ে এক শিশু নিহত হয়েছে; আহত হয় অন্তত আটজন।

রোববার সন্ধ্যায় ঈমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মুনিরুল ইসলাম জানান।

নিহত রিয়ামনি ওই এলাকার বাসিন্দা। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ায় তিন তলাবিশিষ্ট মাসুদ কলোনির উপরের টিনের ছাউনি উপড়ে যায়। সেসময় ওই টিনের আঘাতে মারা যায় রিয়ামনি।