‘বিয়ের কথা খুব ধুমধাম করে জানাবো’

SHARE

poriঢালিউডে তিনি এখন প্রথম সারির নাম। অভিনয় শুরু করেছেন খুব অল্প সময়। কিন্তু এর মধ্যেই ভারত-বাংলাদেশ দু’দেশেই তিনি জনপ্রিয়। অভিনয় তো আছেই, তাঁকে নিয়ে গসিপও কম নয়। তিনি পরীমণি। ভারতীয় মিডিয়ায় এটা তাঁর প্রথম সাক্ষাত্কার। সে নিয়ে উত্তেজিত নায়িকা। তবে ফোনের ওপারে তিনি সাবলীল। যতটা সাক্ষাত্কার দিলেন গল্প করলেন তার থেকে অনেক বেশি। সূত্রধর স্বরলিপি ভট্টাচার্য।
আপনার বিয়ে নিয়েও তো খুব আলোচনা চলছে। ফেসবুকের একটা ছবিতে নাকি দেখা গিয়েছে আপনার আংটি বদল হয়েছে। সত্যিই বাগদান হয়েছে আপনার?
কি বলি বলুন তো! ওটা আসলে ভ্যালেন্টাইনস গিফট ছিল। হ্যাঁ প্রেমিকের সঙ্গে আমার আংটি বদল হয়েছে এটা ঠিক। তবে সেটাকে যে বাগদান বলে তা তো জানতাম না।
সেই বিশেষ মানুষটি কে?
সেটা এখন বলব না। আসলে বিয়ের খবর খুব ঘটা করে, খুব ধুমধাম করে জানাতে চাই। এটুকু বলতে পারি, সাড়ে চার মাসের প্রেম আমাদের। এখনও বিয়ের কথা কিছু ভাবিনি।
কোনও সেলিব্রিটির সঙ্গে ডেটে যেতে চান?
হৃতিক রোশন।
আপনার প্রিয় পোশাক?
অবশ্যই শাড়ি।
ইন্ডাস্ট্রিতে কোনও খারাপ প্রস্তাব কখনও পেয়েছেন? মেয়েদের ক্ষেত্রে এই সমস্যার কথা তো খুব শোনা যায়।
হুম। একবার এমন সমস্যায় আমি পড়েছিলাম।
সেকি! কী ভাবে সামলালেন?
আমি ওই কাজটাই আর করিনি। বরং যে আমার সঙ্গে ওই ব্যবহার করেছিল তাকে ইন্ডাস্ট্রি থেকেই আউট করে দিয়েছি।
কে তিনি? নামটা বলবেন?
না। নামটা বলব না। আফটার অল সকলেরই মান-সম্মান আছে।

অন্য মেয়েদের এই সিচুয়েশন সামলানোর জন্য কোনও পরামর্শ দেবেন?
নিজেকে সিচুয়েশন হ্যান্ডেল করতে শিখতে হবে। আমার মাথা গরম। আমি তো বলব, এসব সময় মাথা ঠাণ্ডা রাখতে হবে।
বাংলাদেশের মানুষ খুব খাদ্যরসিক। আপনার প্রিয় খাবার কী?
আমি দুধের তৈরি যে কোনও জিনিস খেতে ভালবাসি। সময় পেলেই রান্নাও করি। আমরা মানে বাংলাদেশের মানুষরা খাওয়াতেও কিন্তু ভালবাসি।
অভিনয় জীবনের সেরা কোনও মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করবেন?
আমার আম্মু নেই। বাবা ভাই বোন কেউ নেই। খালার বাড়িতে থাকি। বিন্দাস লাইফ। এর মধ্যে ‘ইনোসেন্ট লভ’ বলে একটা ছবি করেছি। ওটা দু’মাস পর রিলিজ করবে। সেখানে যিনি আমার মা হয়েছেন একটা সিনে তাঁর সামনে হাউহাউ করে কাঁদছিলাম। আম্মুকে মনে পড়ছিল। পরে ডাবিংয়ের সময় আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম।
ভবিষ্যতে রাজনীতিতে আসবেন?
হ্যাঁ। রাজনীতিতে আসার ইচ্ছে আছে। তবে আরও একটু বয়স হলে।
অনেক ধন্যবাদ। খুব ভাল থাকবেন।
আপনিও ভাল থাকবেন। আসুন আমাদের এখানে। নিমন্ত্রণ রইল।