জাপানে ৬ দশমিক ৭ মাত্রা শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিজুনাইয়ে ভূ-পৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ভূমিকম্পনটির উৎপত্তিস্থল ছিল। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চে জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে ৯ মাত্রার একটি শক্তিশারী ভূমিকম্পে সুনামির সৃষ্টি হয়েছিল।