বিশ্ব ইজতেমা শেষে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই নিজ গন্তব্য বাড়ির পথে রওয়ানা হয়েছেন ঢাকা এবং এর আশপাশের লাখো মুসল্লি। যারা বিশ্ব ইজতেমার মুনাজাতে অংশ নেয়ার জন্য ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকা থেকে ইজতেমায় গিয়েছেন।
মুনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য রওয়ানা হয়েছেন পায়ে হেঁটেই। গণপরিবহন না থাকায় নিজের কাপড়ের ব্যাগ মাথায় নিয়েই রওয়ানা হয়েছেন এসব ধর্মপ্রাণ মুসলমান। বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গি ইজতেমা মাঠের আশেপাশের এলাকায় সকাল থেকেই বন্ধ রয়েছে যান চলাচল।
এয়ারপোর্ট থেকে গণপরিবহন চলাচল করলেও সংখ্যায় কম থাকায় সব যাত্রী ওঠার সুযোগ পাচ্ছেন না। তাই বেশিরভাগ মুসল্লি পায়ে হেঁটেই রওয়ানা দেন। আবার কিছু কিছু পরিবহন এয়ারপোর্ট থেকে বিশ্বরোড পর্যন্ত ভাড়া কাটছে ৫০ টাকারও বেশি।
গত ৮ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আজ মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এর প্রথম পর্ব। আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে তিন দিন পর শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এই সম্মেলন। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।