পাঠানকোটে জঙ্গি দমনের প্রশংসা করলেন মোদি

SHARE

1993পাঠানকোটে গিয়ে ভারতের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার আক্রান্ত বিমানঘাঁটি এবং পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখেন মোদি। তিনি বলেন, হামলা প্রতিরোধের সময় যে পদ্ধতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং যেভাবে তার প্রয়োগ হয়েছে, তা সন্তোষজনক।

চিরুনি তল্লাশি শেষ হওয়ার পর শুক্রবার ভারতের বিমান বাহিনী জানিয়েছিল, পাঠানকোটের ঘাঁটি পুরোপুরি জঙ্গিমুক্ত। তার পরই চূড়ান্ত হয় মোদির পাঠানকোট সফরসূচি। ঘাঁটিতে যে এলাকা দিয়ে হামলা হয়েছিল, যে এলাকায় জঙ্গিরা লুকিয়ে ছিল, সেসব ঘুরে দেখেন মোদি।

জখম জওয়ানদের সঙ্গেও তিনি দেখা করেন। তারপর আকাশপথে ঘুরে দেখেন সংলগ্ন ভারত-পাক সীমান্ত এলাকা। মোদির সফরসঙ্গী ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। বিমান সেনা, এনএসজি এবং এনআইএ-র শীর্ষ কর্তারা মোদিকে পুরো পরিস্থিতি অবহিত করেন।

মোদি বলেন, ‘‘জঙ্গি হামলার মুখে আমাদের বাহিনীর সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া এবং তা রূপায়ণ সত্যিই সন্তোষজনক। জঙ্গি হামলার মোকাবেলা ভারতের বাহিনী যেভাবে করেছে, তা সত্যিই প্রশংসনীয়।’’