আখেরি মোনাজাত শুরু

SHARE

1591টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে আখেরি মোনাজাত। রোববার সকাল ১১টা ৭ মিনিটে শুরু হয় এ মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের শীর্ষ স্থানীয় মুরব্বি ভারতের মাওলানা মুহাম্মদ সাদ। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে এবাদত, বন্দেগী, জিকির, আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।

এর আগে বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়তি বয়ান।

প্রচণ্ড শীত ও তীব্র কুয়াশা উপেক্ষা করে গাজীপুর এবং রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকার লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে দলে দলে ইজতেমা স্থলে আসেন।