আফগান্তিানের নানগার প্রদেশে মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ২০ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের খাইবার সীমান্তের কাছে শনিবার ওই হামলা চালানো হয়। খবর ডন।
নিরাপত্তা সূত্রগুলো বলছে, ড্রোন হামলায় নিহতরা ইসলামিক স্টেটের সদস্য। নানগার প্রদেশের আচিন জেলায় সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে চালানো ওই ড্রোন হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এ সময় জঙ্গিদের বেশ কয়েকটি আস্তানাও ধ্বংস হয়েছে।
দেশটির পূর্বাঞ্চলে আইএস ঘাঁটি তৈরির চেষ্টা করছে তা আগেই সতর্ক করে দিয়েছিলেন নিরাপত্তা কর্মকর্তারা। এই অঞ্চলটিতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী তালেবানের সঙ্গে আইএসের বিরোধ রয়েছে। নারীদের চলাচলে কঠোর বিধি-নিষেধ আরোপ ও পারিবারিকভাবে বন্দী অবস্থায় থাকতে বাধ্য করছে আইএস।
গত বছর মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে আইএসের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়।