শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ দুই চীনা নাগরিক আটক

SHARE

1112হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি স্বর্ণসহ দুই চীনা নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১১২ ফ্লাইট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চানকক ওয়াই (২৪) ও চেন সিম শেপ (৫৮)। আটককৃতদের প্যান্টের বেল্টে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল এসব স্বর্ণ। তাদের কাছ থেকে এক কেজি ওজনের মোট ছয়টা বার উদ্ধার করা হয়। এ স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার জানান, আটককৃতরা এর আগেও বাংলাদেশে এসছিল। তখন থেকে নজরদারিতে রেখে বুধবার তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসি শহীদুজ্জামান।

উল্লেখ্য, এ নিয়ে বুধবার মোট সাড়ে ২০ কেজি স্বর্ণ আটক হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুপুরে দুই নারী যাত্রীর কোমড় থেকে সাড়ে ১৪ কেজি ওজনের মোট ১২৫টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদফতর। সে সময় দুই নারী যাত্রীসহ চারজনকে আটক করা হয়েছে।