বিএসএফের বিমান বিধ্বস্ত : বিজিবি-বিএসএফ বৈঠক স্থগিত

SHARE

1085দিল্লিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হওয়ায় বুধবার অনুষ্ঠিতব্য বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মহসিন রেজা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বসূচি অনুযায়ী বুধবার সকাল ৯টায় ঢাকার পিলখানায় বিজিবি সদর দফতরে এই সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। এদিন বিকেল ৪ টায় সংবাদ সম্মেলন করে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়বস্তুগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরার কথা ছিল।

তবে মঙ্গলবার বিমান বিধ্বস্তের ঘটনায় তা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন মারা গেছেন। দিল্লি বিমানবন্দরের কাছে একটি দেয়ালে বিমানটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।