২০১২ ও ২০১৪ সালেও এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। ফলে ২০১৬ সালে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে এশিয়া কাপের মূলপর্ব শুরু হবে। ৬ মার্চ ফাইনালের মধ্য দিয়ে এ টুনামেন্টটি শেষ হবে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরি সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলোনে বিসিবির প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে এবারের এশিয়া কাপে অংশ নেবে আইসিসির আরো একটি সহযোগী দেশ। ৫টি দল নিয়ে অনুষ্ঠিত হবে মূলপর্ব। মূলপর্বে জায়গা করে নিতে ১৯ ফেব্রুয়ারি থেকে লড়তে হবে সহযোগী চারটি দেশকে। কোয়ালিফাইং রাউন্ড শেষে একটি দল আসবে। মূলপর্বের সম্ভাব্য ভেন্যু হতে পারে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম।
এশিয়া কাপে অংশ নেয়ার জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি বাছাইপর্বে অংশ নেবে এশিয়ার চারটি ক্রিকেট খেলুড়ে দেশ সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ওমান ও হংকং। ২০১৪ সালের এশিয়া কাপ পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল। সেবার সহযোগী দেশ হিসেবে অংশ নেয় আফগানিস্তান।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬’র এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরমেটে। ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরমেটে করা হয়। এর আগে এশিয়া কাপের ১২টি আসর হয় ৫০ ওভারের। তবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে ২০১৮ এশিয়া কাপের আসর আবারো ৫০ ওভারের হবে।