বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এর আগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭২ রানের বড় ব্যবধানে পরাজিত হয় রংপুর রাইডার্স। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী হেরেও দ্বিতীয় সুযোগ পাচ্ছে তারা।
অপরদিকে, এলিমিনেটর রাউন্ডে ঢাকা ডাইনামাইটসকে ১৮ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জায়গা করে নিয়েছে বরিশাল বুলস।
এর আগে গ্রুপ পর্বেও সমান তালে লড়েছে দুই দল। ১০ খেলায় সমান সংখ্যক ৭টি করে জয়ে তুলে নিয়েছে দুই দলই। তবে মুখোমুখি লড়াইয়ে দারুণ এগিয়ে বরিশাল বুলস। গ্রুপ পর্বের দুই ম্যাচেই রংপুরকে হারিয়েছে তারা।
বরিশাল বুলস সম্ভাব্য একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, সাব্বির রহমান, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, রায়াদ এমরিট, মোহাম্মদ সামি, এভিন লুইস ও কেভিন কুপার।
রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সাকলাইন সজীব, মো. আল-আমিন, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, মিসবাহ উল হক ও জহিরুল ইসলাম।