১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সংঘটিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য ও বর্বর ঘটনা বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
রওশন এরশাদ বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার কলঙ্কময় একটি দিন ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নয় মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে, সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।
শাহাদাত বরণকারী বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, একাত্তরের এই দিনের হত্যাকাণ্ড বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল।
‘শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলেই মিলেমিশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে কাজ করে যাবে’ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।